সাবক্রিপশন 

============= 


  • মাসিক সাবস্ক্রিপশন এর মাধ্যমে একজন সম্মানিত ক্রেতা অর্গানিক চিকেনের সাথে চুক্তিবদ্ধ যে তাকে প্রতি মাসে একটি নির্দিস্ট ধরনের মুরগীর নির্দিষ্ট সংখ্যক (সর্বনিম্ন অর্ডার সংখ্যার সমান বা বেশী) ডেলিভারি দিতে হবে। 


  • অর্গানিক চিকেন চেষ্টা করবে মাসিক সাবস্ক্রিপশন এর আওতাধীন সম্মানিতে ক্রেতাদের মুরগী আগে নিশ্চিত করতে। 


  • যেহেতু আমাদের ফার্মে কোনরূপ এন্টিবায়োটিক ব্যবহার করা হয় না, এমনকি রোগে আক্রান্ত হলেও না, এইজন্য মুরগীর মৃত্যুর হারের ব্যাপারে আগে থেকে ধারনা করা সম্ভব হয় না। মুরগীর মৃত্যুর হার ধারনাকৃত সংখ্যার চেয়ে বেশী হলে অনেক সময় সাবস্ক্রিপশনকৃত মুরগীর সংখ্যার চেয়ে কম মুরগী ডেলিভারি দেয়া হতে পারে। 


  • অর্গানিক চিকেন প্রতি ব্যাচে মাসিক সাবস্ক্রিপশন এর আওতাধীন সম্মানিতে ক্রেতাদের এসএমএস বা কল এর মাধ্যমে মুরগীর অর্ডার এর পরিমাণ নিশ্চিত করবে। 


  • মাসিক সাবস্ক্রিপশন থাকা মানেই বাধ্যতামূলক মুরগী নিতে হবে এমন নয়, আমরা অনুরোধ করব কোন মাসে মুরগী নিতে না লাগলে আমাদের আগে থেকে জানানোর জন্য।


রিফান্ড


  • অর্গানিক চিকেন তার ডেলিভারকৃত মুরগী বা মুরগিজাত প্রডাক্ট এর রিফান্ড রিকুয়েস্ট অত্যন্ত গুরুত্বের সহিত বিবেচনা করে থাকে


  • কোনরূপ প্রশ্ন ছাড়া আমরা রিফান্ড দিয়ে থাকি, সম্মানিত ক্রেতাদের অনুরোধ করব প্যাকেটটি যেন খুলে না ফেলেন।


  • রিফান্ড এর ক্ষেত্রে সমপরিমান টাকা বিকাশের মাধ্যমে পরিশোধ করা হ


ডেলিভারি


  • আমরা ঢাকা শহরে ফ্রিজিং ভ্যান (-২২ ডিগ্রি সেলসিয়াস) ও বাইকের (কুল চেইন সহ) মাধ্যমে হালাল ভাবে প্রসেস করা ফ্রোজেন মুরগী (জীবিত নয়) হোম ডেলিভারি দিয়ে থাকি।


  • বর্তমানে আমাদের হোম ডেলিভারি সার্ভিস চার্জ সম্পুর্ন ফ্রি এবং মুরগী ডেলিভারির পরে ক্যাশ/বিকাশ/ব্যাংক ট্রান্সফার এর মাধ্যমে পেমেন্ট নেয়া হয়। কখনও ডেলিভারি সার্ভিস চার্জ ধার্য করা হলে আমাদের পেইজে জানানো হবে ইনশাল্লাহ